Khoborerchokh logo

দেশবাসীকে টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লার ঈদ শুভেচ্ছা । 215 0

Khoborerchokh logo

ছবি, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার


শেখ রাজীব হাসান,টঙ্গী,গাজীপুর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল স্তরের মানুষকে শুভেচ্ছা  জানিয়েছেন টঙ্গী থানা যুবলীগের সংগ্রামী সভাপতি ত্যাগী ও পরিশ্রমী নেতা আলহাজ্ব এম এ সাত্তার মোল্লা। দেশব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন কাটিয়ে আজকের এই আনন্দের মিলন মেলাই হলো ঈদ-উল আযহা। ঈদ মানে খুশি বা আনন্দ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরে দুটি দিন ধার্য রয়েছে এই আনন্দ উৎসব করার জন্য। এর একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। এর একটি আসে সংযমের বার্তা নিয়ে। অন্যটি আসে ত্যাগের মহিমা নিয়ে। বছরের এ দুটি দিন যেমন আনন্দ ও উৎসবের বার্তাবাহী তেমনি মানুষে মানুষে ঐক্য ও সহমর্মিতার বাণীও রয়েছে। মুসলমানরা বিশ্বাস করে, এ দুই দিন একই সঙ্গে সৃষ্টিকর্তার অনুগ্রহ পাওয়ার সুযোগও করে দেয়। সংকট থেকে মুক্তির জন্য তাই এ দুইদিন মুসলমানেরা প্রার্থনা করে।
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব এম এ সাত্তার মোল্লা বলেন, আজকের এই খুশির দিনে শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আমি গাজীপুরের  সন্তান, এখানে যারা বসবাস করেন আপনারা আমার মা, বাবা, ভাই, বোন। আপনারা সুখে শান্তিতে থাকেন এটাই আমার সব চাইতে বড় চাওয়া। আমার প্রিয় গাজীপুরবাসীসহ সারাদেশের সবাইকে আমার প্রাণের সংগঠন যুবলীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছ।
এম এ সাত্তার মোল্লা আরো বলেন, দীর্ঘদিন দুর্যোগের মধ্য দিয়ে যাওয়ার কারণে যে অভ্যস্ততা জন্ম নিয়েছে, তার মধ্যেই উদ্যাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। পশু কোরবানির মাধ্যমে ত্যাগের মহিমাকীর্তন করা এই উৎসবের মাধ্যমে আবার সবাই এক জোট হওয়ার আশায় ছিল। কিন্তু সেই আশা এবারও পূরণ হওয়ার নয়। অন্তত আগের মতো এক কাতারে সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে শুভেচ্ছা 
 বিনিময়ের রেওয়াজকে এবারও নিরুৎসাহিত করা হচ্চে। করোনাভাইরাসের কারণে শুরু হওয়া অর্থনৈতিক সংকটে আগের মতো অনেকেই এবার পশু কোরবানি দিতে পারবে না। অনেকের পক্ষে এমনকি ঈদের দিন ভালো খাবারের আয়োজন করাও কষ্টকর হয়ে যাবে। অনেকের পক্ষে এমনকি সব থাকা সত্বেও উৎসব করাটা অসম্ভব হয়ে উঠবে প্রিয়জন হারানোর কারণে। নতুন বাস্তবতায় এই ঈদ তাই নতুন এক আহবান নিয়ে হাজির হয়েছে। এই ঈদুল আজহা সত্যিকার অর্থেই এক ত্যাগের ও সহমর্মিতার আহবান  জানাচ্ছে। অন্য সময়ের তুলনায় এখন নিপীড়িত, দুস্থ ও সংকটগ্রস্ত মানুষের সংখ্যা বেশি। আর্থিকভাবে কিংবা স্বাস্থ্যগত দিক বিবেচনায় প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সংকটে। তাই এই ঈদুল আজহা সবাইকে পরস্পরের পাশে দাঁড়ানোর, পরস্পরকে ভালোবাসার আহ্বান নিয়ে হাজির হয়েছে। আর এই ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা সবার প্রতি। এবারও আগের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কিন্নেতুাখা জরুরি যে, করোনাভাইরাসের কোনো টিকা বা কোভিড-১৯ এর সুনিশ্চিত চিকিৎসা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। তাই শারীরিক দূরত্ব মেনে চলার নীতিটি আগের মতোই অবশ্য। আশা করা যায়, সরকারের দেওয়া সকল নির্দেশনা সবাই সতর্কতার সহিত মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সবাইকে আমার পক্ষ থেকে আবারো পবিত্র ঈদের শুভেচ্ছা‘ঈদ মোবারক’।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com